শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ভিয়েনায় দূতাবাস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩

বাংলাদেশ দূতাবাসের শিরোপা জয়

বাংলাদেশ দূতাবাসের শিরোপা জয়
রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া থেকে ॥

বিগত বছরের মতো এ বছরও ভিয়েনাস্থ ক্রিকেটপ্রিয় দেশগুলোর দূতাবাসসমূহের উদ্যোগে দূতাবাসগুলোর মধ্যে একটি প্রীতি টুর্নামেন্টের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় ভিয়েনাস্থ বাংলাদেশ ও শ্রীলঙ্কা দূতাবাস এবং স্থায়ী মিশনের যৌথ আয়োজনে ডে লা সালে স্পোর্টজেনট্রামে ৩ সেপ্টেম্বর দূতাবাস কাপ ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজিত হয়। এতে ৮টি দূতাবাসের কর্মকর্তাবৃন্দ দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

গ্রুপ পর্যায়ের খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ দল হিসেবে বাংলাদেশ ও ভারত দূতাবাস ফাইনালে উন্নীত হয়। ফাইনালে ভারতীয় দূতাবাসকে হারিয়ে বাংলাদেশ দূতাবাস দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাসের এটা টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালেও একই টুর্নামেন্টে বাংলাদেশ দূতাবাস চ্যাম্পিয়ন হয়।

উৎসবমুখর এ দিনটিতে অংশগ্রহণকারী সকল দেশের রাষ্ট্রদূতসহ অংশগ্রহণকারী দূতাবাসসমূহের কূটনীতিকরা সপরিবারে অংশগ্রহণ করেন। খেলার পাশাপাশি বিভিন্ন দূতাবাসের প্যান্ডেলগুলোতে স্থানীয় খাবারের পরিবেশন ছিলো অন্যতম আকর্ষণ।

রাকিব হাসান রাফি : শিক্ষার্থী, ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়