শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বিল বকেয়া থাকলে কুয়েত হতে ভ্রমণের অনুমতি পাবে না প্রবাসীরা

বিল বকেয়া থাকলে কুয়েত হতে ভ্রমণের অনুমতি পাবে না প্রবাসীরা
সাদেক রিপন, কুয়েত ॥

ট্রাফিক জরিমানা, পানি ও বিদ্যুৎ বিলের পর এবার মোবাইল ফোনের বিল পরিশোধ বাধ্যতামূলক করতে যাচ্ছে কুয়েত সরকার। এসব বিল পরিশোধ না করলে প্রবাসীদের কুয়েত বিমানবন্দর হতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। আর সেজন্যে বিমানবন্দরে সেই ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ।

ছুটিতে অথবা একেবারে নিজ দেশে যাওয়া প্রবাসীদের জন্যে বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ বাধ্যতামূলক হয়ে পড়েছে। ট্রাফিক জরিমানা, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ আইনটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

রোববার (২৭ আগস্ট) কুয়েতের যোগাযোগ মন্ত্রণালয় জানান, প্রবাসীরা দেশ ছেড়ে যাওয়ার আগে তাদের কাছ থেকে বিল সংগ্রহের জন্যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে চুক্তিতে পৌঁছেছি এবং প্রবাসীদের নতুন আইন মেনে চলার আহ্বান জানিয়েছি।

যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আহমেদ আল-মেজরেন বলেছেন, এই ব্যবস্থাটি কয়েক দিনের মধ্যে কার্যকর করা হবে। প্রবাসীরা সাহেল অ্যাপ্লিকেশন, মন্ত্রণালয়ের ওয়েবসাইট (http://moc.gov.kw) বা বিমানবন্দরে যেকোনো টেলিফোন এক্সচেঞ্জ অফিসে গিয়ে বিল পরিশোধ করতে পারবেন। এছাড়া বিমানবন্দরে মন্ত্রণালয়ের কার্যালয়ে পরিশোধ করা যাবে।

প্রতিবন্ধীদের জন্যে বরাদ্দকৃত পার্কিং স্পেস দ্রুত গতিতে এবং অবৈধভাবে ব্যবহার করার জন্যে ট্রাফিক টিকিট ব্যতীত প্রায় সব বিল বিমানবন্দরে পরিশোধ করা যেতে পারে, যা অবশ্যই ট্রাফিক অফিসে পরিশোধ করতে হবে।

যে সকল প্রবাসী ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ যারা জরুরি কাজে প্রতি মাসে অথবা কয়েকমাস পরপর নিয়মিত যাতায়াত করেন এবং সাধারণ প্রবাসীরা বছর শেষে ভ্রমণের আগে অনলাইনে চেক করার অনুরোধ জানান। কুয়েতের নতুন এই কানুনকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। বিল পরিশোধ না করে যাতে কেউ দেশে না যায় সেজন্যে কুয়েতের এই উদ্যোগ প্রশংসনীয় বলে জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়