প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে ফ্রেন্ডস্ এন্ড ফ্যামিলি নামে নতুন একটি সংগঠন এই মিলনমেলার আয়োজন করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশগ্রহণ করেন।
|আরো খবর
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। জার্মানি প্রবাসী শিল্পী মুনিম একের পর এক গান পরিবেশন করে সকলকে মাতিয়ে রাখেন। মীর জাবেদা ইয়াসমিন ইমির আবৃত্তি মুগ্ধ করে সকলকে। এছাড়াও ছোট শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
অনুষ্ঠানে মহিলাদের চেয়ার খেলা, ছোটদের বিভিন্ন খেলাধুলা এবং সবার জন্যে লটারির আয়োজন ছিলো। বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা।
নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার এবং সকলে মিলেমিশে থাকতে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আগত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত সংগঠন ফ্রেন্ডস্ এন্ড ফ্যামিলি। সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।