বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০০:০০

মিশরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

মিশরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
আফছার হোসাইন, কায়রো (মিশর) থেকে ॥

মিশরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী এবং বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা, তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও মুক্তিযুদ্ধে বীর শহিদদের আত্মার শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোহাম্মদ ফেরদৌসের পরিচালনায় আলোচনা পর্বের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং বঙ্গমাতা ও শেখ কামালের জীবন-কর্মের ওপর নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনায় অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবং দূতাবাসের কর্মকর্তা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের গৌরবময় জীবন নানা দিক তুলে ধরে কথা বলেন। অন্য বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযুদ্ধের একজন বড় সংগঠক ছিলেন এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

আলোচনায় বক্তারা আরো বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছোটবেলা থেকেই অত্যন্ত নম্র, শান্ত ও অসীম ধৈর্যের অধিকারী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর প্রতিটি পদক্ষেপ ও কার্যক্রম বাস্তবায়নে নেপথ্য শক্তি, সাহস ও বিচক্ষণ পরামর্শক হয়ে জড়িয়ে ছিলেন তিনি। বঙ্গমাতার সততা, সাহসিকতা, মহানুভবতা, উদারতা ও ত্যাগের মহিমা বাঙালিসহ বিশ্বের নারীদের জন্যে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের গৌরবোজ্জ্বল কর্মময় স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর অনুকরণীয় জীবন সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, বহু গুণের অধিকারী শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া দক্ষ ও উদ্যোগী সংগঠক হিসেবে তিনি বাংলাদেশের রাজনীতি, ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে এবং বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা বাংলাদেশের জনগণের জন্যে বিশেষত যুব সমাজের কাছে অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বঙ্গমাতা সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, সংগ্রামী জীবনে জাতির পিতাকে বহুবার কারাবরণ করতে হয়েছে এবং এ সময় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব দৃঢ়তা, বিচক্ষণতা ও অসীম সাহসিকতার সাথে কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং সারা জীবন বঙ্গবন্ধুকে সর্বক্ষেত্রে অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন।

তিনি আরও বলেন, বঙ্গমাতা তাঁর প্রজ্ঞা ও বিচক্ষণতার দ্বারা বঙ্গবন্ধুকে সিদ্ধান্ত গ্রহণে, দলকে সংগঠিত করতে এবং স্বাধীনতা আন্দোলনকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ত্যাগ-তিতিক্ষাপূর্ণ গৌরবময় জীবন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে জাতির পিতার ‘সোনার বাংলা’ বাস্তবায়নে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

শুভ জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য রাষ্ট্রদূত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র তুলে দেন এবং তাদের নিয়ে বঙ্গমাতা ও শেখ কামালের জন্মবার্ষিকীর কেক কাটেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়