প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০
খুব কম সময়ই তারা মায়ের সঙ্গ পেতো
কেননা অতিবৃষ্টি ও অনাবৃষ্টি কোপে এখানে বিস্তৃত শ্রমকাল
দীর্ঘ জুলুমের দহে চাপা-
ওদের ভূমির কথা ভাবতেই রক্ত হিম হয়ে যেতো
কারণ বাণী ও বিদ্যুতে জ্বলতে পারে তেমন বজ্রস্বর তাদের ছিলো না।
তাহলে তাদের কি ছিল!
আসলে প্রাগৈতিহাসিক কাল থেকে শোষণে পিষ্ট এ জাতি
চিরদিন কেবল মুক্ত পাখি হবার স্বপ্নই বুনেছে।
তারপর, তারও বহুপর
তারপর তুমি কবি
ভাঙ্তে এসে উৎপীড়কের ভিত্
পড়েছিলে অমোঘ কবিতা, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’
সেই থেকে ঋকবেদে উচ্চারিত বঙ্গ হলো আমাদের
বাংলাদেশ- আশাতীত স্বপ্নের মতো বাঙালির।
স্বামীবাগ, ঢাকা। ১৭ জানুয়ারি ২০১৯।