মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০০:০০

একজন আদর্শ কৃষক দেশের সম্পদ

কৃষিকণ্ঠ প্রতিবেদক ॥
একজন আদর্শ কৃষক দেশের সম্পদ

কৃষক হলাে একজন ব্যক্তি, যিনি জমি চাষ করেন এবং ফসল ফলান। তিনি আমাদের সমাজের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাধারণত তিনি গ্রামে বাস করেন। তার ঘর ঢেউটিন বা খড়ের তৈরি। একজন আদর্শ কৃষক খুব সাদামাটা জীবনযাপন করেন। তিনি মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা উপার্জন করেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। তিনি খুব সকালে উঠেন এবং সামান্য নাস্তা করেন। তিনি তার কাঠের লাঙ্গল এবং এক জোড়া বলদ নিয়ে মাঠে যান। তিনি হাতের তৈরি সাধারণ যন্ত্রপাতি দিয়ে জমি চাষ ও প্রস্তুত করেন। মাঝে মাঝে তিনি এতোটা ব্যস্ত থাকেন যে, দুপুরের খাবার খাওয়ার জন্যে বাড়ি যাওয়ার সময় পান না। তার জীবনে আনন্দ-বেদনা উভয়ই আছে। যখন ফলন ভালাে হয় তখন তিনি আনন্দ পান। কিন্তু তিনি কষ্ট পান যখন তার ফসল খরা, বন্যা বা ঘূর্ণিঝড়ে নষ্ট হয়। যদিও একজন কৃষক কঠোর পরিশ্রম করেন, তিনি তার পরিবারের মৌলিক চাহিদাগুলাে পূরণ করতে পারেন না। তিনি দিন আনে দিন খান। তিনি নানা রােগেও ভােগেন। যা হােক, সহজ ঋণের সুবিধা নিয়ে এবং তার পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে তিনি তার অবস্থার উন্নতি করতে পারেন। তার উচিত বৈজ্ঞানিক যন্ত্রচালিত উপকরণ ও চাষাবাদের আধুনিক পদ্ধতি গ্রহণ করা।

আমাদের সমাজে একজন কৃষককে নিচু শ্রেণিভুক্ত হিসেবে ধরে নেয়া হয়। কিন্তু বস্তুত একজন আদর্শ কৃষক দেশের সম্পদ। তিনি দেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখেন। আমাদের উচিত সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের সার্বিক অবস্থার উন্নয়ন সাধন করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়