শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ মে ২০২৪, ০০:০০

বিএডিসি’র বীজ বিক্রয় কলাকৌশল শীর্ষক বীজ ডিলার প্রশিক্ষণ সম্পন্ন

কৃষিকণ্ঠ প্রতিবেদক ॥
বিএডিসি’র বীজ বিক্রয় কলাকৌশল শীর্ষক বীজ ডিলার প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র ২০২৩-২৪ অর্থ বছরে কুমিল্লা অঞ্চলের আওতায় চাঁদপুর জেলায় বীজ বিক্রয় কলাকৌশল শীর্ষক বীজ ডিলার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৬মে সোমবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর শহরের তালতলাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে কুমিল্লা অঞ্চল বিএডিসির উপ-পরিচালক (বীজ বিপণন)-এর আয়োজনে প্রশিক্ষণটি শুরু হয়। দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি ভবন (ঢাকা) বিএডিসির বীজ বিতরণ বিভাগের ব্যবস্থাপক ড. মোঃ ইব্রাহিম খলিল।

কুমিল্লা অঞ্চল বিএডিসির উপ-পরিচালক (বীজ বিপণন) মোঃ নিগার হায়দার খানের সভাপতিত্বে প্রশিক্ষকরা দিনব্যাপী প্রশিক্ষণে বিএডিসি কর্তৃক বিপণনকৃত হাইব্রিড সবজি বীজসহ অন্যান্য সকল ফসলের নতুন জাত সমূহ, ডিলার পর্যায়ে বীজ সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাপনা, বীজ বিক্রয় কার্যক্রম আধুনিকীকরণের লক্ষ্যে সফটওয়্যার ব্যবহারসহ সকল বিষয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিএসও ও প্রধান ড. মোঃ রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের বিএডিসির যুগ্ম-পরিচালক (বীজ বিপণন) মোহাম্মদ মাহমুদুল আলম, কুমিল্লা (ব্রি) বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মামুনুর রশিদ ও চাঁদপুর বিএডিসি আলু বীজ জোনের উপ-পরিচালক মোঃ ফখরুল আলম চৌধুরী।

কুমিল্লা চৌদ্দগ্রাম বিএডিসি (বীবি) উপ-সহকারী পরিচালক নুরুন নবী বিনতে আশরাফের উপস্থাপনায় বীজ বিক্রয় চাহিদা নিরূপণ ও লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং মুক্ত আলোচনায় অংশ নেন চাঁদপুর জেলার বিএডিসির বীজ ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আঃ সাত্তার খান, সাধারণ সম্পাদক আবদুল হক মিয়া, বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশন জেলা সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, কচুয়া উপজেলার সার ও বীজ ডিলার মোঃ আনোয়ার হোসেন শিকদার, সদর উপজেলার সার ও বীজ ডিলার মেসার্স পাটওয়ারী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলার বীজ ডিলার মোঃ ইউসুফ মিয়া, শাহরাস্তি উপজেলার বীজ ডিলার মোঃ সাফায়েত উল্লা, ফরিদগঞ্জ উপজেলার বীজ ডিলার মোঃ ইমাম হোসেন, মতলব দক্ষিণ উপজেলার বীজ ডিলার মোঃ হেলাল হোসেন ও মতলব উত্তরের মোঃ সেলিম।

প্রশিক্ষণ প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি ড. মোঃ ইব্রাহিম খলিল তাঁর বক্তব্য শেষে ২০২২-২৩ বিতরণ বর্ষে চাঁদপুর জেলায় বীজ ডিলারদের মধ্যে সর্বাধিক বীজ উত্তোলনকারী হিসেবে প্রথম স্থান অধিকারী চাঁদপুর সদরের মেসার্স সবুজ বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী মোঃ আঃ সাত্তার খান, দ্বিতীয় স্থান অধিকারী চাঁদপুর সদরের মেসার্স নিউ সীড কোম্পানীর স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান খান ও তৃতীয় স্থান অধিকারী মেসার্স আনোয়ার এন্ড সন্সের স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন শিকদারকে সম্মাননা স্মারক প্রদান, কুমিল্লা বীজ বিপণন অঞ্চলে ২০২৩-২৪ বিতরণ বর্ষে চাঁদপুর জেলায় বীজ ডিলারদের মধ্যে সর্বোচ্চ সবজি বীজ উত্তোলনকারী হিসেবে মেসার্স নিউ বীজ ঘর-এর স্বত্বাধিকারী মোঃ জহিরুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল বীজ ডিলারের মাঝে সনদপত্র প্রদান ও বর্ষাকালীন ছাতা উপহার হিসেবে প্রদান করেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চাঁদপুর জেলার সিনিয়র সহকারী পরিচালক খায়রুল বাশার ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ-সহকারী মারজাহান আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা (বীবি) মোঃ মনির হোসেন, গুদাম রক্ষক (বীবি) মোঃ মিজানুর রহমান প্রধানীয়া ও মফিজ মিয়াসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়