শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০০:০০

পেঁপে বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রুবেল

কৃষিকণ্ঠ প্রতিবেদক ॥
পেঁপে বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রুবেল

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী গ্রামে পেঁপে বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রুবেল হোসেন নামে এক কৃষক। সুইট লেডি পেঁপের চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। রুবেল হোসেনের বাড়ি ওই গ্রামেই।

রুবেলের বাগানে প্রায় সব গাছেই এসেছে পেঁপের ফুল। আর ক'দিন বাদেই পেঁপে ধরা শুরু হবে। প্রত্যেকটি পেঁপে গড়ে ২-৪ কেজি ওজনের হয়। পেঁপে বিক্রি করে মাসে রুবেলের আয় হবে ২-৩ লাখ টাকা--এমন স্বপ্নই দেখছেন তিনি।

রুবেল পেঁপে চাষ করে পুরো গ্রামে আলোড়ন সৃষ্টির পাশাপাশি নিজ এলাকায় গড়ে তুলেছেন আধুনিক কৃষি ফার্ম নামে একটি প্রজেক্ট। সেখানে কাজ করেন তার পরিবারের সদস্যরাই।

রুবেল বলেন, সুইট লেডি জাতের পেঁপে চাষ করে খুব অল্প সময়ে যে কেউ লাভবান হতে পারবেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোবারক হোসেন জানান, রুবেল হোসেনের এই পেঁপে বাগান দেখে এখন এলাকার অনেকেই উৎসাহী হচ্ছেন। আমি বাগানটি নিয়মিত পরিদর্শনসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়