প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
মতলব পৌর এলাকায় ধান রোপণ কর্মসূচি উদ্বোধন
ধান রোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা সুলতানা। তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে একটি কৃষিপ্রধান দেশ। এ দেশে সব সময় কৃষকের অবদান উল্লেখযোগ্য। কৃষিতে সরকার সবসময় নজর দিয়ে থাকে। কৃষি খাতকে লাভবান করতে সরকার সবসময় ভর্তুকি দিয়ে আসছে। এবার কৃষকদেরকে ফ্রি ধানের চারা এবং ফ্রি সার দেয়া হয়েছে। এছাড়া ৫০ একর জায়গাতে কৃষককে ফ্রি দান রোপণ করে দিচ্ছে সরকার। সেমতে মতলব দক্ষিণ পৌরসভার ৫নং ওয়ার্ডে শোভনকরদী গ্রামে ৫০ একর জায়গার মধ্যে পরীক্ষামূলক ধান চারা রোপণ শুরু করা হয়েছে মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসার সোলাইমান খান, কৃষি অফিসার মুক্তার আহমদ ও বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকগণ।