রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

কচুয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সবজি ॥ ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

কৃষিকণ্ঠ প্রতিবেদক ॥
কচুয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সবজি ॥ ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

কচুয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সবজি। শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলোতে ব্যস্ততা বেড়েছে। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে কৃষকেরা জমিতে চারা পরিচর্যা, আগাছা পরিষ্কার ও পানি দেওয়াসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। ভালো দাম পেতে আগাম শাক-সবজির চাষে ঝুঁকছেন তারা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এ উপজেলার ৪০০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতঃমধ্যে ১৬৫ হেক্টর জমিতে আবাদ করেছেন কৃষকরা। উপজেলার ভূঁইয়ারা, পালাখালসহ বিভিন্ন এলাকার চাষিরা সমানতালে কৃষি কাজ করছেন।

ভূঁইয়ারা গ্রামের মনির হোসেন ও হুমায়ুন জানান, গত বছর তিনি ১২০ শতক জমিতে শাক-সবজির আবাদ করেছেন। এ অঞ্চলের উৎপাদিত শাক-সবজি উপজেলার চাহিদা পূরণ করে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। আধুনিক পদ্ধতি ব্যবহার করলে কীটনাশকমুক্ত সবজি চাষ করা সম্ভব। সবজিতে কীটনাশক ব্যবহার অনেকটাই কম থাকায় গুণগত মানে সেরা হওয়ায় চাহিদাও অনেক বেশি।

পালাখাল গ্রামের কৃষক আবুল বাসার বলেন, সবজি চাষের জন্যে খুব বেশি জমির প্রয়োজন হয় না। তুলনামূলকভাবে মূলধনও কম লাগে। পরিশ্রমও অনেক কম। এ ছাড়া পরিবারের চাহিদাও মেটানো সম্ভব। চলতি মৌসুমে সবজির দামও বেশ ভালো। সব মিলিয়ে সবজি চাষকেই আমরা লাভজনক মনে করছি।

কচুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন বলেন, এবার শীতকালীন শাক-সবজিসহ সব রকমের ফসলের ভালো ফলন হচ্ছে। প্রান্তিক চাষিদের মাঝে শীতের শাক-সবজির মানসম্পন্ন বীজ এবং সার দেওয়া হয়েছে। আশা করি এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়