প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০০:০০
ফুলকপি, বরবটি, বারিয়া মরিচ, বোম্বে মরিচ, হাইব্রিড দুন্দুল, বিলাতি ধনিয়া, লাউ, বেগুন, পেঁপে, ঝিঙা, টমেটো ও এলোবেরা ঔষধি গাছে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে ছাদের উপর। গাছগুলোর যত্ন নিজের সন্তানের মতো করেন তিনি। প্রতিদিনই তারা স্বামী-স্ত্রী ছাদে গিয়ে গাছের পরিচর্যা করেন। প্রথমে ফুলের গাছ দিয়ে শুরু করলেও এখন সবজি-ফল বাগানে ভরেছে ছাদ। যথাযথ পরিশ্রম করে পরিচর্যার মাধ্যমে বর্তমানে সবজি নিজের ছাদ বাগান থেকেই খেতে পারছেন তিনি।
সরজমিনে গিয়ে যায়, ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে। এসব গাছ তেলের ড্রাম, সিমেন্ট, মাটির বড় বড় টবে করে রাখা হয়েছে। ছাদের কোনো গাছে কীটনাশক ব্যবহার করা হয় না। প্রতিটি গাছে জৈবসার ব্যবহার করা হয়েছে। শিক্ষকতার পাশাপাশি অবসর সময়টা কাটে তার এই ছাদ বাগানে। ছাদেই শুধু নয়, ঘরের বারান্দায়ও ছোট ছোট টবে গাছ লাগিয়েছেন, যা দেখতেও চমৎকার এবং রোদের তাপ থেকে মুক্তি দিচ্ছে। বাড়ির পাশে বয়ে যাওয়া খালের পাড়েও করেছেন শাকসবজি চাষ। এই ছাদ বাগান দেখে প্রতিবেশীদের মাঝেও বেশ উৎসাহ ছড়িয়ে পড়েছে। আশপাশে এখন অনেক বাড়িতেই ছাদ বাগান হয়েছে। এর আগে তিনি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমীতে ২০১৮ সালে একাডেমীর ছাদে কৃষিতে সাফল্য অর্জন করে অভিভাবক সমাজে প্রশংসিত হয়েছেন।
তিনি হলেন মাওঃ মোঃ আব্দুর রউফ খান প্রকাশ আব্দুল করিম। তার বাবা মরহুম আব্দুল মতিন খান। পৈত্রিক বাড়ি চাঁদপুর সদর উপজেলার রাঢ়িরচর খান বাড়ি। মোঃ আব্দুর রউফ খান চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া গ্রামে পুলিশ লাইন্স সংলগ্ন নিজ বাসার ছাদে বাহারি রকম সবজি বাগান করেছেন।
সবজি বাগানে তার স্ত্রী উম্মে ছালমা ও বড় ছেলে মোঃ রেজওয়ান হোসেন খান (চাঁদপুর সরকারি কলেজে ইসলামিক স্টাডিজের ছাত্র), ২য় ছেলে মোঃ জুবায়ের ইসলাম খান (নবম শ্রেণিতে দক্ষিণ দাসাদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসায় পড়ছে) ও ৩য় ছেলে মোঃ আরাফাত হোসেন খান (বাবুরহাট মডেল একাডেমিতে পড়াশোনা করে) নিয়মিত কাজ করছেন বলে তিনি জানান। ৪র্থ ছেলে মোঃ আরিয়ান খান ছোট হওয়ায় তার মায়ের পরশেই থাকছে।
মাওলানা মোঃ আব্দুর রউফ খান বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমিতে প্রভাষক হিসেবে সুনামের সাথে শিক্ষকতার পাশাপাশি জেলা পরিষদ সংলগ্ন মুহাম্মদিয়া জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন এবং চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাজী (ম্যারিজ রেজিস্টার)। এছাড়া তিনি সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন।