প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০
এখন বাংলা শ্রাবণ মাস। আমন ধান উৎপাদনের ভরা মৌসুম। এরই মধ্যে ধান রোপণের কাজ শেষ হয়েছে। এখন যত্ন-পরিচর্যার পালা। ধানের ক্ষেতে সুষম সার ব্যবহার এবং উচ্চফলনশীল জাতের ভালো বীজের ব্যবহার যে বেশি ফলন পাওয়ার একটি বিশেষ উপায় তা বলার অপেক্ষা রাখে না। আমাদের খাদ্য চাহিদা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি তথা আবহাওয়ার পরিবর্তনজনিত প্রতিকূল সমস্যা ধানসহ অন্যান্য ফসলের আশানুরূপ ফলন পেতে বাধার সৃষ্টি করে থাকে। এই অবস্থা মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।
প্রিয় পাঠক ও চাষী ভাইয়েরা, আপনাদের জন্যে আমাদের এ আয়োজন। তাই আপনারা কৃষিবিষয়ক যে কোনো সমস্যা, সাফল্য ও সম্ভাবনার বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সমস্যাগুলো লিখে পাঠাতে পারেন নিম্ন ঠিকানায়।
আসুন, দেশের কৃষি ও কৃষক-কৃষাণীর সার্বিক উন্নয়নে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সচেষ্ট হই। আর চাঁদপুরকে গড়ে তুলি কৃষিতে সমৃদ্ধ একটি জেলারূপে।
মোঃ আবদুর রহমান গাজী
বিভাগীয় সম্পাদক : কৃষিকণ্ঠ,
দৈনিক চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর।
ই-মেইল : [email protected]/[email protected]