শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে ব্যাপক কর্মসূচি
কৃষিকণ্ঠ প্রতিবেদক ॥

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চাঁদপুর। ২৪ জুলাই সোমবার থেকে এই মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। শেষ হবে ৩০ জুলাই রোববার। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য দপ্তর।

মৎস্য সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল ১০টায় জেলা মৎস্য দপ্তরে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধ অর্জনের সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে সদর উপজেলা পরিষদ পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হয় এবং সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ পুকুরে ৮টা ৪৫ মিনিটে পোনা মাছ অবমুক্তকরণ এবং সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান এবং স্থানীয় পর্যায়ে সফল ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ওইদিন বিকেল ৪টায় বড় স্টেশন মোলহেডে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। তৃতীয় দিন সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী/ মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন করা হয়। বৃহস্পতিবার চতুর্থ দিন মৈশাদী ইউনিয়নে চাঁদপুর সদর মৎস্য চাষীদের পুকুর পাড়ে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর ও জলাশয়ে পানি ভৌত রাসায়নিক পরীক্ষা। শুক্রবার পঞ্চম দিন তরপুরচণ্ডী গ্রামে চাঁদপুর সদর মৎস্য চাষীদের পুকুর পাড়ে সকাল ১০টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, রাসায়নিক পরীক্ষা এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন। শনিবার ষষ্ঠ দিনে সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অফিসকক্ষে ২০ জন মৎস্যজীবীর মৎস্য সংরক্ষণ আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান। রোববার সপ্তম দিনে (শেষ দিন) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান জাতীয় মৎস্য সপ্তাহ পালনে সাত দিনব্যাপী কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়