প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০
পতিত-পরিত্যক্ত জমিতে শাক-সবজি, ফলদ বৃক্ষ রোপণ ও পরিচর্যায় ইতালীতে বসবাসরত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সামছুন্নাহার এখন দেশের কৃষকের মতো কৃষি কাজ শুরু করেছেন। বাড়ির সামনে এক টুকরো জমি। পুরো জুলাই মাস ধরে ওই জমি পরিবারের সবাই মিলে প্রস্তুত করেছেন। সেখানে দেশীয় লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, লেবু, টমেটো, কাঁচা মরিচ, ডাটা শাক, করলা, শসা আরও হরেক রকম বাংলাদেশি সবজি চাষ করবেন এমটাই আশা করছেন তিনি।
শিকড়ের টানকে কেউ ছিন্ন করতে চান না। যতই ভিন দেশে থাকুন না কেন, প্রতিটি প্রবাসী হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে এক একটি বাংলাদেশ। বিদেশের মাটিতে স্বদেশের ফলন এ কথাই বলে দেয় বাংলাদেশের মা, মাটির সন্তানেরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তাদের আত্মা এক সুরে গেয়ে ওঠে-আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...।
উল্লেখ্য, চাঁদপুরের সাবেক এসপি সামছুন্নাহার গত ২২ সেপ্টেম্বর (২০২১) Italy- এর Brindisi শহরে United Nations Global Service Centre (UNGSC)-এর Standing Police Capasity (SPC)-তে Human Resources Officer পদে যোগদান করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেছেন। তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে যেন দেশের মান সমুন্নত রাখতে পারেন সে জন্যে সকলের দোয়া চেয়েছেন।