প্রকাশ : ০৫ জুন ২০২২, ০০:০০
বিশ্ব দুগ্ধ দিবস ছিল গত ১ জুন। এ দিবসটি চাঁদপুরেও পালন করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। সারাদেশের ন্যায় চাঁদপুরে দুগ্ধ সপ্তাহ (১ থেকে ৭ জুন) পালিত হচ্ছে। দুগ্ধ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর জেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের দুধের গুরুত্ব-তাৎপর্য নিয়ে ক্যাম্পিং করেন এবং তাদের দুধ পান করান।
এছাড়া গত ২ জুন জেলার খামারিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে। সমাবেশে দপ্তরের প্রধান কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন বলেন, চাঁদপুরেও খামারিরা ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন। সরকার প্রাণিসম্পদ বাড়াতে খামারিদের সবধরনের সহযোগিতার ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। খামারিরা স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইন প্লাটফর্মে সেবা পাচ্ছেন। অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে চিকিৎসকরাও সার্বক্ষণিক খামারিদের সেবা দিতে পারছেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ জুলহাস আহমেদ, জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম খান ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা ডাঃ মোঃ মকবুল হোসেন। বাংলাদেশ ডেইরি ফার্মারস্ অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মিসেস পারভীন ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বেপারীসহ অনেক খামারি উপস্থিত ছিলেন।