শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০

আত্মার বন্দনা
অনলাইন ডেস্ক

আমার বুঝি অনুভূতি থাকতে নেই,

নেই অঝোরে কাঁদার অধিকার।

আমি যেনো মত্ত মাতাল তোমাতেই,

দাও শুধু শক্তিটুকু বহিবার।

তুমি যেনো কে গো আমার সনে?

ভালোবাসা নাকি ঘৃণার ভেলা।

নাকি আলেয়ার তীক্ষন হাসির বাণে,

কান্না-হাসির লুকোচুরি খেলা।

মেঘ দেখা সে-ও কি আমার বারণ,

গোধূলীর আলোয় মাখা সুখ।

ভালো থাকার পাই না খুঁজে কারণ,

হাসির মাঝেও লুকিয়ে থাকে দুঃখ।

রাখাল ছেলের বাঁশির সুরে সুরে,

বটের ছায়ায় উদাস দুপুর বেলা।

মন চলে যায় সেথায় ঘুরে ঘুরে,

দু চোখ খোঁজে প্রজাপতির মেলা।

হঠাৎ শুনি গগন ফাটা ধ্বনি,

নেমে এসো যুদ্ধের ময়দানে।

ছেড়ে স্বপ্ন মায়ার প্রতিধ্বনি,

কষ্টেরা যে আমায় পিছুটানে।

তবু ভাবি লোক তো আছে বেশ,

না হয় দিলাম আত্ম বলিদান।

সেই তো ভালো চালচুলোহীন জীবন,

নাই-বা পেলাম কোনোই প্রতিদান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়