প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০
আমার বুঝি অনুভূতি থাকতে নেই,
নেই অঝোরে কাঁদার অধিকার।
আমি যেনো মত্ত মাতাল তোমাতেই,
দাও শুধু শক্তিটুকু বহিবার।
তুমি যেনো কে গো আমার সনে?
ভালোবাসা নাকি ঘৃণার ভেলা।
নাকি আলেয়ার তীক্ষন হাসির বাণে,
কান্না-হাসির লুকোচুরি খেলা।
মেঘ দেখা সে-ও কি আমার বারণ,
গোধূলীর আলোয় মাখা সুখ।
ভালো থাকার পাই না খুঁজে কারণ,
হাসির মাঝেও লুকিয়ে থাকে দুঃখ।
রাখাল ছেলের বাঁশির সুরে সুরে,
বটের ছায়ায় উদাস দুপুর বেলা।
মন চলে যায় সেথায় ঘুরে ঘুরে,
দু চোখ খোঁজে প্রজাপতির মেলা।
হঠাৎ শুনি গগন ফাটা ধ্বনি,
নেমে এসো যুদ্ধের ময়দানে।
ছেড়ে স্বপ্ন মায়ার প্রতিধ্বনি,
কষ্টেরা যে আমায় পিছুটানে।
তবু ভাবি লোক তো আছে বেশ,
না হয় দিলাম আত্ম বলিদান।
সেই তো ভালো চালচুলোহীন জীবন,
নাই-বা পেলাম কোনোই প্রতিদান।