শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ মে ২০২২, ২০:১৩

চাঁদপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

প্রথম দিন ৫৭ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন ধান সংগ্রহ

প্রথম দিন ৫৭ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন ধান সংগ্রহ
মিজানুর রহমান

চাঁদপুরে চলতি বোরো মৌসুমে আ্যপস’র মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে ১৯ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় চাঁদপুর সিএসডি গুদামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ধান চাল চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.শাহ জামাল, সিএসডির ম্যানেজার রবিন্দ্র লাল চাকমা,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জালাল উদ্দিন,এনএসআই উপ পরিচালক মো. মেহেদী হাসান,নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম সরকার কৃষক প্রতিনিধি কাউন্সিলর মো. আলমগীর গাজী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন খাদ্য পরিদর্শক আব্দুর রহমান। সরকারকারিভাবে প্রতি কেজি ধানের দাম ২৭ টাকা এবং চালের দাম প্রতি কেজি ৪০টাকা নির্ধারণ করা হয়েছে।কৃষকরা সরাসরি সরকার নির্ধারিত এ দামে সরকারি খাদ্য গুদামে ধান এবং খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ মিলাররা চাল বিক্রির সুযোগ পাবেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান,জেলায় বোরো ধান সংগ্রহের লক্ষমাত্রা ৮২৫৬ মেট্টিক টন এবং চাল সংগ্রহের লক্ষমাত্রা ৮৬৪৩ মেট্টিক টন। তিনি বলেন,৮ উপজেলার কৃষকরা মোবাইল এ্যাপস এবং সরাসারি খাদ্য গুদামে এসে ধান বিক্রি করতে পারবেন। কৃষকের অ্যাপসের মাধ্যমে ও কৃষি বিভাগের করা কৃষক তালিকা থেকে বোরো ধান সংগ্রহ করা হচ্ছে । এ মৌসুম ধান চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত।

এদিকে, চাঁদপুর সিএসডি গুদাম চেকপোস্টের ইনচার্জ অসীম কর জানান,উদ্বোধনী দিনে মিলারদের কাছ থেকে ১৯'শ বস্তা অর্থ্যা ৫৭ মেট্রিক টন চাল এবং কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়