শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০২

ঘুরে এলাম চর সুরেশ শাহজাহান সিদ্দিকী

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
ঘুরে এলাম চর সুরেশ শাহজাহান সিদ্দিকী
শাহজাহান সিদ্দিকী

চর সুরেশ চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ৪২ নং মৌজার নাম। এই মৌজায় আমার বাবার খরিদা অনেক কৃষি ভূমি আছে। এসব ভূমি আবাদ করছে রহিম বেপারী, করিম মিজি, সেলিম মিজি প্রমুখ। মাঝে মাঝে এসব জমি তদারকি করতে আমাকে চর সুরেশে যেতে হয়। সেই ভাবনা থেকে ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টায় ট্রলার যোগে চর সুরেশের উদ্দেশ্যে রওনা হই। আমার ভ্রমণসঙ্গী হলেন বন্ধু ডাঃ মানিক, জুলফুর রহমান( প্রধান শিক্ষক, বিষ্ণুদী সরঃপ্রাঃবি) ও আঃ রব ভাই। আমাদের পাশেই রব ভাইয়ের কৃষি ভূমি।

আমাদের বর্গা চাষী করিম মাঝির ঘরে উঠলাম। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের কৃষি জমিগুলো ঘুরে ঘুরে দেখলাম। তারপর কান্দির পথ ধরে পশ্চিম থেকে পূর্বে হাঁটলাম। হাঁটার সময় চোখে পড়লো গরুর খামার, কবুতরের খোপ, ছোট্ট পুকুরে এক ঝাঁক হাঁসের সন্তরণ। তারপর বাশগাড়ি বাজারে হালকা চা-নাস্তা।বাজার থেকে সোজা সিকদার বাড়ি জামে মসজিদে প্রবেশ।নামাজ সেরে আবার করিম মিজির ঘরে মধ্যাহ্ন ভোজ সেরে ট্রলার যোগে চাঁদপুরের উদ্দেশ্য রওনা। আসার সময় বৈরী হাওয়ার কবলে পড়ি। নৌকার মাত্রারিক্ত দুলুনি দেখে ডাঃ মানিক প্রথমে কিছুটা নার্ভাস হয়ে পড়েন। যাক আল্লাহর অশেষ কৃপায় আমরা নিরাপদে বড় স্টেশন মোলহেডে এসে পৌঁছি।

শহরের একগেঁয়েমি থেকে বাঁচতে মাঝে মাঝে ছুটে যাই চরে।চরের প্রাকৃতিক সৌন্দর্য ও সহজ- সরল মানুষের ভালবাসা আমাদেরকে মুগ্ধ করেছে। বর্গাচাষী করিম মাঝি, রহিম বেপারী যে উষ্ণ অভ্যর্থনায় আমাদেরকে আপ্যায়িত করেছে তা ভোলার মত নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়