প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:২১
দর্শক মাতাচ্ছে ভ্যালেন্টাইন নাটক 'ঢাকা টু দুবাই'
এবারের ভ্যালেন্টাইনে প্রকাশিত নাটকের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে মহিদুল মহিমের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ নাটক 'ঢাকা টু দুবাই'। একটু চোরাই আইফোনকে কেন্দ্র করে চমৎকার গল্পের একটি নাটক।
|আরো খবর
১২ ফেব্রুয়ারি রাতে এটি উন্মুক্ত হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। ১৭ ফেব্রুয়ারি এটির ভিউ অতিক্রম করে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ভিউয়ের ঘর। কমেন্টের ঘরে এই ৫ দিনে মন্তব্য পড়েছে ৯ হাজারেরও বেশি। যেখানে প্রায় সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছে।
নাটকটিতে দেখা যায়, মিজান (আরফান নিশো) ও জবা (মেহজাবিন) সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পেলেন কোনও এক এজেন্সির মাধ্যমে। শ্রমিক ভিসা। আর এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে গেলেন এই দম্পতি। সঙ্গে পুরো গ্রাম সেই উচ্ছ্বাসের ঢেউয়ে টলমল করে উঠলো।
নাটকের গল্পটা মজার তবে বার্তাটি বেদনার ছিলো। সম্ভবত এই দুটো বিষয় একসঙ্গে পাওয়ায় দর্শকদের মনে দাগ কেটেছে। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে ধরার। চরিত্র দুটিতে নিশো ও মেহজাবীন অসাধারণ অভিনয় করেছেন। এসকে সাহেদ আলী প্রযোজিত ‘ঢাকা টু দুবাই’-এ বিশেষ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু।