প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ২১:৪৫
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ : অধ্যক্ষের কক্ষে তালা

কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীরা ২ ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছে। বুধবার (১৬ এপ্রিল ২০২৫) শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কচুয়া বিশ্বরোড এলাকায় সকাল ১১টা থেকে ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় কচুয়া থেকে হাজীগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও ঢাকা সড়কের সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী, থানার ওসি মো. আজিজুল ইসলাম ও সেনাবাহিনী এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক অবরোধ করতে নিষেধ করে। দু ঘন্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীরা জানায়, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ তাদের আন্দোলনে একাত্মতা পোষণ না করে বিরোধিতা করায় বেলা ১টার পর অধ্যক্ষ উজ্জ্বল দাস গুপ্তের কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়। ঘটনার পর থেকে পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, জুনিয়ার ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্যে নির্ধারিত ৩০% প্রমোশন কোটা বাতিলসহ ৬ দফা যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।