রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২২:০৪

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে বৈষম্য থাকবে না : ইঞ্জি. মমিনুল হক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে বৈষম্য থাকবে না : ইঞ্জি. মমিনুল হক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
কামরুজ্জামান টুটুল

'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। নতুন বাংলাদেশ গঠনে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে এই দেশে কোনো ধরনের সমস্যা থাকবে না। দেশের সমৃদ্ধির পাশাপাশি সবাই সুখে-শান্তিতে বসবাস করবে। তাই আসুন, আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ হয়ে সমাজ, দেশ ও জাতির উন্নয়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করি।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫ ) বিকেলে ইউনিয়নের রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি মাঠে অনুষ্ঠিত এ জনসমাবেশে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। যারা অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিলো, রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হবে। পাশাপাশি তারা আমাদের নেতা-কর্মীদের উপর যে নিপীড়ন ও নির্যাতন এবং মানুষের উপর যে জুলুম-অত্যাচার করেছে, আমরা তাদের মতো এমন আচরণ কারো সাথে করবো না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেন দুলাল, পৌর যুবদলের সাবেক নেতা মিজানুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন প্রমুখ।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফউল্যাহ্ সাইফুল মাস্টারের সভাপ্রধানে সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা কাইয়ুম পাটওয়ারী, কাউছার মোল্লা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাছান ভুইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটওয়ারী, ছাত্রদল নেতা আব্দুল হাদী প্রমুখ।

ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সাবু উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমান হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ বাস্তবায়নে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়নের কয়েক সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়