বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২১:৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের ইফতার

এ ধরনের আয়োজনে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে

---------চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ

চৌধুরী ইয়াসিন ইকরাম
এ ধরনের আয়োজনে  সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর শহরে রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে বিশ্ববিদ্যালয় পড়ুয়া চাঁদপুরস্থ শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজনে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাবেক শিক্ষার্থীরা আজকে সবাই মিলিত হয়েছি। এসব শিক্ষার্থী বিভিন্নভাবে বিভিন্ন পেশায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আমরা যারা চাঁদপুরে কর্মরত রয়েছি, আমরা আমাদের পক্ষ থেকে সেবা দিয়ে যাচ্ছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের

সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. কামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া, চাঁদপুরে নবাগত অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমদ সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান ও এনএসআই'র যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ।

ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী ফখরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাড. মোবারক হোসেন, সিনিয়র সহ-সভাপতি রোটা. মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক মাশরুর হাসান ভুইয়া সোহাগ, ইকবাল পাটোয়ারী , কোষাধ্যক্ষ অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খান রাজন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী চাঁদপুরের কোর্ট ইন্সপেক্টর মো. শহিদুল্লাহ, সিআইডি ইন্সপেক্টর খালেদ কায়সার, অ্যাড. ওমর ফারুক টিটু সহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া চাঁদপুরের সাবেক শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়