শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ২২:২৩

এইচএসসিতে জেলায় সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে চাঁদপুর সরকারি কলেজ

জেলায় এইচএসসিতে পাসের হার ৭১ দশমিক ৮৫ ভাগ ও জিপিএ-৫ পেয়েছে ৯৮৫ জন এবং আলিমে পাসের হার ৯৩ দশমিক ৮৭ ভাগ ও জিপিএ-৫ পেয়েছে ২২৩ জন

মিজানুর রহমান
এইচএসসিতে  জেলায় সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে চাঁদপুর সরকারি কলেজ
চাঁদপুর সরকারি কলেজ

এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চাঁদপুর জেলায় সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে চাঁদপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২৪জন শিক্ষার্থী, উত্তীর্ণ হয় ৬১১জন এবং জিপিএ-৫ পেয়েছে ২২৭জন। পাসের হার ৯৭.৯২%। এছাড়া জেলায় এইচএসসিতে পাসের হার ৭১.৮৫%। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা গেছে। জেলায় দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চাঁদপুর সরকারি মহিলা কলেজে। এই কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৪৯জন, উত্তীর্ণ হয়েছে ৬০৭জন। জিপিএ-৫ পেয়েছে ২১০জন। জেলায় তৃতীয় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর । এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৩৩জন, উত্তীর্ণ হয় ২৯৮জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬জন এবং পাসের হার ৮৯.৪৯%। চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানানো হয়, জেলার ৮ উপজেলায় ৬৭ প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫হাজার ৯৪৪জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ ১১হাজার ৪৫৬জন। জিপিএ-৫ পেয়েছে ৯৮৫জন। পাসের হার ৭১.৮৫%। জেলার ৮ উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ৯৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে ২ হাজার ৫৭৮জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ ২ হাজার ৪২০জন। জিপিএ-৫ পেয়েছে ২২৩জন। পাসের হার ৯৩.৮৭%। চাঁদপুর জেলার ৮ উপজেলায় এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১১টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে ৯৮৫জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৩৮জন। জিপিএ-৫ পেয়েছে ৫৪জন। পাসের হার ৯৫.২৩%। এদিকে জেলার মতলব দক্ষিণ উপজেলায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ড.এম শামছুল হক মডেল কলেজের মানবিক শাখার ৮ জন এবং বিজ্ঞান শাখার ২জনসহ ১০ জন অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়