রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৬

কোনো শিক্ষককে ছয় মাসের বেশি সাময়িক বরখাস্ত নয় : হাইকোর্ট

অনলাইন ডেস্ক
কোনো শিক্ষককে ছয় মাসের বেশি সাময়িক বরখাস্ত নয় : হাইকোর্ট

যে কোন প্রকার অনিয়মে কোন শিক্ষককে সাময়িক বরখাস্ত করলে তার সর্বোচ্চ সীমা হবে ৬ মাস। তবে স্থায়ী বহিস্কার করলে তা এ আদেশ বহির্ভূত বলে বিবেচিত হবে। এমনটাই জানিয়েছে হাইকোর্ট।

হাইকোর্টের জারিকৃত রুলসে বলা হয়, দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষককে ছয় মাসের বেশি সময় পর্যন্ত সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না। কোনো শিক্ষককে এই সময়ের বেশি বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল গণ্য হবে।

বৃহস্পতিবার এ বিষয়ে এক রুল নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে ২০০৭ সালে সামরিক বরখাস্ত করা হয়। দীর্ঘদিন এই অভিযোগের নিষ্পত্তি না করায় ২০১৭ সালে বাদশা মিয়া হাইকোর্টে রিট করেন। পরে আদালত রুল জারি করেন। সেই রুলের নিষ্পত্তি করে আদালত এই রায় দিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়