প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫
দল্টা ডিগ্রি কলেজের সভাপতি হলেন শাকিল চৌধুরী
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা ডিগ্রি কলেজ অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ওমর ফারুক শাকিল চৌধুরী।
|আরো খবর
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে মনির হোসেনকে বিদ্যোৎসাহী সদস্য ও পদাধিকারবলে অধ্যক্ষকে সদস্য সচিব করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আগামী ৬ মাসের মধ্যে গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করার কথাও বলা হয়েছে।
শাকিল চৌধুরী দল্টা পালের বাড়ির বাসিন্দা, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী আবদুর রহমান কেরানী ও অত্র স্কুলের অর্থদাতা মরহুম আবদুল মজিদ সাহেবের কনিষ্ঠ নাতি। এর আগে তিনি দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য পদে দায়িত্ব পালন করেছেন।
ওমর ফারুক শাকিল চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, এলাকার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার মানন্নোয়নে কাজ করবো। তিনি শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।