বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ২০:৪০

শাহরাস্তিতে জনতা ব্যাংকের টাকা আত্মসাৎ

আত্মহত্যাকারীর চিরকুট নিয়ে নানা গুঞ্জন

মো. মঈনুল ইসলাম কাজল
আত্মহত্যাকারীর চিরকুট নিয়ে নানা গুঞ্জন
আত্মহত্যাকারী রাকিবুল (পাশে লেখা চিরকুট)

"জাবেদ ভাইকে আমি মাফ করে দিলাম" আত্মহত্যা করার পূর্বে এই কথাটাই লিখে গেছেন জনতা ব্যাংক সূচীপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসান। মৃতদেহের পাশে থেকে এই চিরকুট উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ। রাকিবুলের লিখে যাওয়া চিরকুট নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ১৪ এপ্রিল ৮৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইন গ্রেফতার হওয়ার পর আরেক সিনিয়র অফিসার আত্মহত্যার বিষয়টি স্বাভাবিক ভাবে নিচ্ছে না কোনো মহল। পুলিশের হাতে আটক জাবেদ হোসাইনকে মাফ করে দেওয়ার রহস্য কী থাকতে পারে এমন প্রশ্ন এলাকাবাসীর। এমন কী ঘটেছে, যার কারণে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে রাকিবুল হাসানের? প্রাণচঞ্চল, উদীয়মান, মেধাবী রাকিবুল ইসলাম ৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । এছাড়াও তিনি আগেই ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে মনোনীত হয়েছেন। এই মেধাবী অফিসারের আত্মহত্যা সহজভাবে মেনে নিতে পরছে না পরিবারের সদস্যরা।

ধারণা করা হচ্ছে, জনতা ব্যাংকের ৮৪ লাখ টাকা আত্মসাতের পেছনে জাবেদ হোসাইন সিনিয়র অফিসার রাকিবুল হাসান কে বিপদে ফেলেছে। এছাড়াও ধারণা করা হচ্ছে, রাকিবুলকে ফাঁদে ফেলে জাবেদ উক্ত টাকা হাতিয়ে নিয়েছেন। যার ফলস্বরূপ রাকিবুল হাসান বিষয়টি স্বাভাবিক ভাবে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

এ বিষয়ে শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ মিডিয়ার সামনে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। গ্রাহকদের দাবি, এ ঘটনায় শাখা ব্যবস্থাপক কোনোভাবেই দায় এড়াতে পারেন না। ঘটনার পর তদন্ত শুরু করেছে জনতা ব্যাংক কর্তৃপক্ষ।

শাহরাস্তি থানা পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়