প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:৪২
শাহরাস্তিতে ব্যাংক কর্মকর্তা আটকের পর আরেক কর্মকর্তার আত্মহত্যা

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া জনতা ব্যাংক কর্মকর্তাকে টাকা আত্মসাতের অভিযোগে আটকের পর আরেক কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সকাল ১১ টায় শাহরাস্তি থানা পুলিশ জনতা ব্যাংক সূচীপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসানের মৃতদেহ সূচীপাড়া বাজারস্থ আপন প্লাজার ৫ম তলার একটি রুম থেকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে তার বাসার কোনো সাড়াশব্দ না পেয়ে পার্শ্ববর্তী রুমে থাকা তার সহকর্মী নাজিম উদ্দিন দরজায় নাড়া দেয়। এ সময় ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে তিনি বিষয়টি শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষকে অবহিত করলে তিনি শাহরাস্তি থানাকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙ্গে সকাল ১১ টায় তার মৃতদেহ উদ্ধার করে।
সোমবার (১৪ এপ্রিল ২০২৫) জনতা ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইন কে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহরাস্তি থানা পুলিশ আটক করে। স্থানীয়রা জানান, উক্ত টাকা আত্মসাতের বিষয়টির সাথে রাকিবুল হাসান জড়িত থাকার কারণেই সে আত্মহত্যা করেছে। রাকিবুল হাসান শরিয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।