শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১০

শ্রীনগরে ৩২ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

আব্দুল মান্নান সিদ্দিকী মুন্সিগঞ্জ হতে
শ্রীনগরে ৩২ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ৩২ জেলে পরিবারের মাঝে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ১৯ ফেব্রুয়ারি সোমবার বেলা ২টার দিকে উপজেলা পরিষদের বনবীথিকা চত্বরে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

উপজেলার নির্বাহী অফিসার মোশাররেফ হোসাইনের সভাপতিত্বে ও সমীর কুমার বসাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের -১ আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল তায়েবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আবু তোহা আদনান শাকিল, প্রাণি সম্পদ অধিদপ্তরের ডাঃমোঃ কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী,নির্বাচন কমিশনার ফখরুদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মাফুজা পারভীন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মধ্যে শ্রীনগর সদর ইউনিয়নের তাজুল ইসলাম, পাটাভোগ ইউনিয়নের মুন খান, আটপাড়ার ফজলুর রহমান, রাঢ়ীখালের আব্দুল বারেক খান বারী, ষোলঘরের আজিজুল ইসলাম, শ্যাম সিদ্ধির আলহাজ্ব নাজির হোসেন, ভাগ্যকূলের শাহাদাত হোসেন প্রমুখ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়