রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:২৮

চাঁদপুরে পেঁয়াজের বাজারে জেলা প্রশাসন ও ভোক্তার অভিযান

চাঁদপুরে পেঁয়াজের বাজারে জেলা প্রশাসন ও ভোক্তার অভিযান
অনলাইন ডেস্ক

চাঁদপুরে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ, অতিরিক্ত মূল্যে জুতা বিক্রির অপরাধে ৮ টি প্রতিষ্ঠানকে ৩৯,০০০/- জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় টীম। রবি ও সোমবার এই দুইদিন চাঁদপুর জেলা শহরের পেঁয়াজের পাইকারি ব্যবসা কেন্দ্র পুরানবাজার ও মতলব বাজারে পৃথক অভিযান করা হয়েছে।

১১ ডিসেম্বর দুপুরে মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে বাজার তদারকি অভিযানকালে বিভিন্ন অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

মতলব দক্ষিণ থানা পুলিশ এসময় সহযোগিতা করে।

আগের দিন ১০ ডিসেম্বর চাঁদপুর শহরের পেঁয়াজের বাজারে অভিযান করে

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট।

পুরান বাজার এলাকায় মোবাইল কোর্ট / বাজার তদারকি অভিযান পরিচালনাকালে

ক্রয়মূল্যের চেয়ে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি (ক্রয় ১৪০ বিক্রি ২০০) করায়, যথাযথভাবে ভাউচার সংরক্ষণ না করায় এবং মূল্য তালিকায় পেঁয়াজের দাম না লিখার দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ১৯,০০০/- জরিমানা করা হয়েছে।

এসময় মোবাইকোর্ট পুরান বাজারের আড়ত ও পাইকারি দোকানগুলো পরিদর্শন করে পেঁয়াজ বিক্রিতে কোন কারচুপি করা না হয় মর্মে ব্যবসায়িদের আইনগত সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, আসাদুজ্জামান এবং ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। এছাড়াও অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা কামরুজ্জামান রূপম।

নিরাপত্তায় সহযোগিতা করেন পুরান বাজার পুলিশ ফাঁড়ির সঙ্গিয় পুলিশ ফোর্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়