রবিবার, ০৬ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   শ্বাসরুদ্ধকর ম্যাচের জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহনন

ফরিদগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহনন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে আরিফা আক্তার আঁচল (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার রাতে পৌর এলাকার পশ্চিম সাফুয়া গ্রামে এই ঘটনা ঘটে। আরিফা আক্তার ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, আরিফা আক্তার আঁচল নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

আরিফা মা সাজেদা বেগম জানান, রোববার ছোট মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। সন্ধ্যার পর বাড়ি থেকে ফোন আসে, আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিক সেন্টার ও হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে রাতেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সোমবার সকালে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়