শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ২১:২০

রামগঞ্জে দেবর কর্তৃক ভাবীকে জবাই করে হত্যার চেষ্টা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে দেবর কর্তৃক ভাবীকে জবাই করে হত্যার চেষ্টা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ পৌরসভার টামটা গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে মো. মাসুদ আলম (৩৫) নামের দেবর কর্তৃক আইরীন সুলতানা (৩৪) নামের আপন ভাবীকে জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুরে টামটা গ্রামের রৌশন আলী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আইরীনকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্মরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। বিক্ষুব্ধ এলাকাবাসী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় লোকজন জানান, বৃহসপতিবার দুপুরে বসতঘরে একা পেয়ে ধারালো অস্ত্র নিয়ে দেবর মাসুদ ভাবী আইরীনের উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। পায়ের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মাসুদ ভাবী আইরিনকে জবাই করার চেষ্টা চালালে তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে মাসুদ পালিয়ে যায়। পরে আনুমানিক বেলা দুইটায় বিক্ষুব্ধ এলাকাবাসী রামগঞ্জ শহরের বাইপাস সড়ক থেকে মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্র জানায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে আইরীনের স্বামী প্রবাসী মো. ফারুক হোসেনের সাথে ছোটভাই মাসুদ আলমের বিরোধ চলে আসছিলো। এ নিয়েই এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা সাংবাদিকদের জানান।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারী জানান, হত্যা চেষ্টাকারী অভিযুক্ত মাসুদকে পুলিশ আটক করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়