শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ২৩:০৫

কেরাম খেলাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক
কেরাম খেলাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ছুরিকাঘাত

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুয়া শেখ বাড়ির মান্নান শেখের পুত্র নূরে আলম শেখকে কেরাম খেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার রফিক মাস্টারের পুত্র রুবেল তালুকদার ছুরিকাঘাাত করেছে। পরে নূরে আলমকে তার পুত্র নিরব এগিয়ে এসে এলাকার লোকজনসহ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।

অভিযোগকারী নূরে আলম জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সে একই এলাকার তালুকদার বাড়ির রুবেল তালুকদারের সাথে খান বাড়ির রাস্তার পাশে একটি চা দোকানের সামনে কেরাম খেলছিলো। এই কেরাম খেলাকে কেন্দ্র করে নূরে আলমের সাথে রুবেলের বাক্বিতণ্ডা হয়। পরে সেখানে থাকা লোকজন তাদেরকে সরিয়ে দেন। তারা উভয়েই পরে সেখান থেকে চলে যান। কিন্তু রুবেল তালুকদার এই কেরাম খেলার ঘটনাকে কেন্দ্র করে পরদিন বুধবার সকালে নূরে আলমকে খান বাড়ির সামনে রাস্তার উপর একা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে তার সাথে থাকা একটি ছুরি দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এক পর্যায়ে নূরে আলমের পিঠে ছুরির কিছু অংশ ঢুকে যায়। তখন তার ডাকচিৎকারে তার পুত্র নিরব এগিয়ে আসলে তাকেও সন্ত্রাসী রুবেল মারধর করে। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী রুবেল পালিয়ে যায়। তখন নূরে আলমকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে হাপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, আহত নূরে আলমের আঘাত গুরুতর। তিনি পিঠে ছুরিকাহত হয়েছেন। কয়েকটি সেলাই দিতে হয়েছে।

স্থানীয় ৩নং ওয়ার্ডের মেম্বার মনির জানান, কেরাম খেলাকে কেন্দ্র করে এতো বড় ধরনের ঘটনা যে-ই করে থাকুক, তার সঠিক বিচার হওয়া প্রয়োজন।

ভুক্তভোগী নূরে আলম, তাকে যে এই তু”ছ ঘটনায় ছুরিকাঘাত করেছে তার যেনো সঠিক বিচার হয় সেজন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়