প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ১৪:১৫
ফরিদগঞ্জে অটোবাইকের নিবন্ধন ফি পুনঃনির্ধারণের দাবীতে
শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন
|আরো খবর
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সংগঠন পৌর পরিষদ এবং প্রশাসনের প্রতি আহবান, ব্যাটারী চালিত রিক্সা ড্যান, ইজিবাইক শ্রমিকদের উপর হামলা নির্যাতন এবং গাড়ী আটক জোর পূর্বক টাকা আদায় অবিলম্বে বন্ধ করে এবং মালিক, শ্রমিক ও পৌর পরিষদ ত্রি-পাক্ষিক বৈঠক ডেকে আলাপ আলোচনার মাধ্যমে চলমান সমস্যার স্থায়ী সমাধান ন্যায় সঙ্গত লাইসেন্স ফি নির্ধারণ করুণ। কর্তৃপক্ষ যদি সমস্যার সমাধান অচিরেই উদ্যোগ গ্রহণ না করেন তা সংগ্রাম কমিটি শুধু সভা সমাবেশ বিক্ষোভই নয় ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। এছাড়া আগামী ২১ নভেম্বর শহীদ মিনারে সমাবেশ ও মেয়র বরাবর স্মারক লিপি দেয়া হবে বলে ঘোষনা দেয়া হয়।
প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আলমগীর হোসেন দুলাল, তবারুক উল্ল্যা, জি এম বাদশা, সংগঠনের নেতা খোরশদ আলম, মোহাম্মদ আলী, নান্নু মৃধা, রেজাউল হক, রেজাউল ভুঁইয়া, মালেক প্রমুখ।