প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ১৯:৪৭
বুড়িচংয়ে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ উদ্বোধন করেন এমপি আবুল হাসেম খান
২৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে কুমিল্লা-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল হাসেম খান বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে দ্বিতীয় ডোজের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলার মোকাম ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে।
|আরো খবর
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু বলেন, এই ক্যাম্পেইনে শুধুমাত্র দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যারা গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ পেয়েছেন, তারাই শুধু এই ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ পাবেন। বৃহস্পতিবার ৯ ইউনিয়নে প্রায় ২২ হাজার ২ শত ৩০ জনকে টিকা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, মোকাম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সি, ইউপি আওয়ামী লীগের সেক্রেটারি আলী হায়দার, সাবেক সাধারণ সম্পাদক অরুণ কুমার পাল, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন, মোকাম যুবলীগ নেতা মোঃ ইমাম হোসেন, ইউপি সচিব মোঃ লিয়াকত আলী, ময়নামতি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ লালন হায়দার, সচিব মোঃ আব্দুল কুদ্দুস মজুমদার সোহেল রানা, ভারেল্লা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান রব, সচিব হামিদা খাতুন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহা কামাল, সচিব আব্দুর রহমান, পীর যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের, আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, সচিব আবুল মন্সুর রাজিব, বুড়িচং সদর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম, সচিব হাজী মোঃ জাহাঙ্গীর আলম, ষোলনল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সচিব মোঃ খাবির উদ্দিন, রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, সচিব মোঃ শাহীন কাদির, বাকশীমুল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল করিম ও সচিব মারজানা বেগম। এসময় সকল ইউনিয়ন পরিষদের সদস্য সহ মেডিকেল টিম স্বেচ্ছাসেবকগণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।