প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ১৮:০২
শাহরাস্তিতে অভিনব কায়দায় হাঁস-মুরগি চুরি : পিতা ও পুত্র আটক
শাহরাস্তিতে অভিনব কায়দায় হাঁস-মুরগি চুরির ঘটনায় পিতা ও পুত্রকে আটক করেছে এলাকাবাসী।
|আরো খবর
ঘটনার সুত্রে জানা যায়, উপজেলার বানিয়াচৌ মৃর্ধা বাড়ির সামনে থেকে অটো রিকশাচালক জাহিদ হোসেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রাজহাঁস চুরি করে পালানোর সময় এলাকাবাসী দেখে ফেলে। স্হানীয় দুই যুবক মোটর সাইকেলে অটোরিকশাটি তাড়া করে আটক করতে সক্ষম হয়।
পরে তারা অটোরিকশা তল্লাশি করে সিটের নিচে ব্যটারির পাশ থেকে রাজহাঁসটি উদ্ধার করে। এলাকাবাসী এ সময় ড্রাইভারের সিটের নিচে থেকে আরেকটি টর্কি মোরগও উদ্ধার করে।
সংবাদ পেয়ে কচুয়া উপজেলার আশরাফুল গ্রামের চৌধুরী বাড়ির অটোরিকশা চালক জাহিদের পিতা তুহিন ঘটনাস্থলে আসলে এলাকাবাসী তাকেও আটক করে। পরে স্হানীয় জনগণ শাহরাস্তি থানায় সংবাদ দিলে এস আই কামাল হোসেন অটোরিকশা সহ পিতা পুত্রকে আটক করে থানায় নিয়ে আসেন।
রাজ হাঁসের মালিক আবুল খায়ের মৃধা জানান, হাঁসটি তার তবে মুরগির মালিকের সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান, এই অটো চালক ইতিপূর্বে এভাবে অনেক মুরগি চুরি করছে বলে এলাকাবাসীর কাছে স্বীকার করেন।