মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১৩:৫৮

শাহরাস্তির বিশিষ্ট মুক্তিযোদ্ধা রফিক আহমেদ ভূঁইয়ার ইন্তেকাল

মোঃ আবুল কালাম
শাহরাস্তির বিশিষ্ট মুক্তিযোদ্ধা রফিক আহমেদ ভূঁইয়ার ইন্তেকাল

শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা,শাহরাস্তি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিক আহমেদ ভূঁইয়া(৭৫) গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি---- রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন রাত সাড়ে ৮টায় উপজেলার খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাস্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে খেড়িহর বড় বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ মোর্শেদ আলম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারীসহ মুক্তিযোদ্ধা,মরহুমের নিকটাত্নীয় ও এলাকার সর্বোস্তের জনগন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়