প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২১:৩৫
শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও বাজার এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রোকেয়া বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়। নিহত রোকেয়া বেগমের বাড়ী ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামে।
খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম তালুকদার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।