প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পৌর এলাকার কলেজ রোডস্থ উদয়ন বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বইমেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
|আরো খবর
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কলেজের প্রভাষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তী, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, শব্দশৈলী আবৃত্তি ও অভিনয় স্কুলের প্রশিক্ষক ও পরিচালক বিকাশ দাশ বাপ্পন, ভ্রাম্যমাণ বইমেলার বিক্রয় কর্মকর্তা মো. সোহেল সরকার, সংগঠক জান্নাতুল নাঈম প্রমুখ।
ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, মেলায় ১৫০টি প্রকাশনীর প্রায় ১০ হাজার বই প্রদর্শিত হচ্ছে। দেশি-বিদেশি লেখকদের জনপ্রিয় উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনী, ভ্রমণকাহিনি, ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, স্বাস্থ্য, রান্না, ব্যায়াম, কম্পিউটার, শিশুতোষ ও ছড়ার বইসহ নানা বিষয়ভিত্তিক গ্রন্থ রয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।