প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:২৫
ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ। কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ ও নাজির আহমেদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে কলেজ অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ, বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক কামরুল ইসলাম পাটওয়ারী বক্তব্য রাখেন। আলোচনা শেষে কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পরে কলেজ ক্যাম্পানে প্রধানমন্ত্রীর জন্মদিনের স্মারক হিসেবে বৃক্ষ রোপণ করা হয়।
|আরো খবর