শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:০৪

হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের পর আহত রাসেল মারা গেছে

কামরুজাজামান টুটুল
হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের পর আহত রাসেল মারা গেছে

গত রোববার বিকেলে হাজীগঞ্জের বলাখালে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্বক আহত রাছেল (৩২) বুধবার বিকেলে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে একই ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছে ইমাম হোসেন (৩৫)। একই ঘটনায় মারাত্বক আহত আরো ৫ জন কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত রাছেল শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের দৈল বাড়ির আব্দুল মালেকের ছেলে।

ঊল্লেখ্য গত রোববার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল পশ্চিম বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় মো. ইমাম হোসেন (৩০) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই গ্রামের আবুল হাশেমের ছেলে। ঐ দূর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, একই গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. ইউনুস হোসেন (২৩), ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের বশির উল্যাহর ছেলে মো. মাকসুদ হোসেন (২৬), হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের সহিদ উল্যাহর ছেলে ইমরান শাহ (২১) ও একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে নজরুল ইসলাম (২১) এবং পথচারী বলাখাল গ্রামের শামসুল হকের ছেলে আবু তাহের (৬৫)।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বলাখাল গ্রামের বকাউল বাড়ির বৃদ্ধ আবু তাহের অসর্তক অবস্থায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কেরর বলাখাল পশ্চিম বাজার অংশে সড়ক পার হচ্ছিলেন। এ সময় হাজীগঞ্জ মুখী দ্রুতগামী একটি মোটরসাইকেল আবু তাহেরকে বাঁচাতে গিয়ে হার্ডব্রেক করে। একই সময় প্রথম মোটরসাইকেলটির পিছনে থাকা আরেকটি মোটরসাইকেল সড়কের উপর ছিটকে পড়ে দুই মোটর সাইকেলের ৬ আরোহীসহ পথচারী আবু তাহের মারাত্বক হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়