সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০:৪৩

চিটাগাং ইম্পেরিয়াল রোটারী ক্লাবের চিকুনগুনিয়া ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ

চিটাগাং ইম্পেরিয়াল রোটারী ক্লাবের চিকুনগুনিয়া ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি

রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে চিকুনগুনিয়া ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ কার্যক্রম শনিবার (১৬ আগস্ট ২০২৫) সম্পন্ন হয়। চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট মোড়ে পথচারী, রিক্সা চালক, সিএনজি চালকদের মাঝে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ করা হয়। এ কার্যক্রম পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. মো. নজরুল ইসলাম নান্টু। আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটা. মোহম্মদ নুরুদ্দিন, রোটা. পিপি মাসুদুর রহমান খান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আব্দুর রহিম মানিক ও রোটারিয়ান রফিক আহমেদ। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব চিটাগং পাইওনিয়ারের পিপি সুদীপ কুমার চান্দ, রোটারী ক্লাব অব চিটাগাং হেরিটেজের প্রেসিডেন্ট কাজী হাসানুজ্জামান সান্টু প্রমুখ। বক্তব্য রাখেন সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু সহ অন্য সদস্যরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে চিকুনগুনিয়া ও ডেঙ্গু মহামারী আকারে ধারণ করেছে। তাই মানুষকে বাঁচাতে দরকার জরুরি সচেতনতা।

আমাদের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার প্রজনন ক্ষেত্রকে ধংস করতে করা। ঘর, অফিস আদালত, হাসপাতালের কোণে জমে থাকা পানি, পুরাতন টায়ার, ডাবের খোসায়, ফুলের টবে জমানো পানিতে ডেঙ্গু মশার লার্ভা জন্মায়। এ সকল স্থানে নিয়মিত নজর রাখতে হবে। বিলম্ব না করে লার্ভা ধ্বংস করতে হবে। জ্বর হলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগ উপশমের চেয়ে রোগ প্রতিরোধ উত্তম। তাই আমাদের নিজেদের সচেতন হতে হবে ও পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সচেতন করতে হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণসংহারি চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়