প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
মোঃ আরিফ হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ
![মোঃ আরিফ হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ](/assets/news_photos/2021/09/26/image-6387-1632640782bdjournal.jpg)
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদী গ্রামের কৃতী সন্তান মোঃ আরিফ হোসাইন বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি চাঁদপুর জেলা বাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমি যেন গরীব অসহায় মানুষকে আইনি সেবা দিতে পারি সে জন্য সবার সহযোগীতা কামনা করছি। আমার বাবা মায়ের দোয়ায় এ মহান সফলতায় আমি আল্লাহপাক রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞাতা জ্ঞাপন করছি।
|আরো খবর
উল্লেখ্য, তিনি ২০০৭ সালে ছোট সুন্দর আল আমিন মাদ্রাসা থেকে দাখিল ও ২০০৯ সালে আলিম পরীক্ষায় যথাক্রমে এ (+) পেয়ে উত্তীর্ণ হয়ে চাঁদপুর সরকারি কলেজে সমাজ কল্যান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ফাস্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়। এছাড়াও তিনি কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা থেকে ফাজিল (ডিগ্রী) ও শাহতলী কামিল মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামিল (এম.এ) ফাস্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হন।
পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে বঙ্গবন্ধু ল’ কলেজ কুমিল্লা থেকে এল.এল.বি. ডিগ্রী ও ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম. ডিগ্রী অর্জন করেন।