প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
![কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু](/assets/news_photos/2021/09/05/image-5096-1630854692bdjournal.jpg)
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় পানিতে ডুবে শাওন (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
|আরো খবর
শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। শাওন ওই গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার ছেলে। পরিবারিক সূত্রে জানা যায়, শাওন প্রতিদিনের মতো শনিবার দুপুরে খাবারের পর নিজ বাড়ির পাশে খেলা করছিল। এক সময় সবার অঘোচরে হঠাৎ পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে খোঁজাখোঁজির পর পাশের পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।