প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৯
স্মরণ সভায় বক্তারা
প্রয়াত রিয়াজ শহীদ মানব মুক্তির সংস্কৃতির জাগরণ ঘটিয়েছে
![প্রয়াত রিয়াজ শহীদ মানব মুক্তির সংস্কৃতির জাগরণ ঘটিয়েছে](/assets/news_photos/2021/09/05/image-5082-1630846283bdjournal.jpg)
প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক ও অসংখ্য গণ সংগীত রচয়িতা, হেমন্তিকার প্রতিষ্ঠাতা এ.এইচ.এম রিয়াজ শহীদ মানব মুক্তির সাংস্কৃতির জাগরণ ঘটিয়েছে। অকাল প্রয়াত রিয়াজ শহীদের স্থান কখনোই পূরণ হবে না। মানবতা বুকে ধারণ করা এ সাংস্কৃতিক বিপ্লবী তার সর্বস্ব দিয়ে সাংস্কৃতিক কর্মীদের উদ্বুদ্ধ করেছেন। গড়ে তুলেছেন কক্সবাজারে ঐষর্য্যমন্ডিত সাংস্কৃতিক পরিমন্ডল। গতকাল ৪ঠা সেপ্টেম্বর শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। স্মরণ সভায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। দলীয় সংগীত পরিবেশন করেন হেমন্তিকার কর্মীরা। প্রকৌশলী বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন হেমন্তিকার সাধারণ সম্পাদক অনিল দত্ত।
|আরো খবর
স্মৃতিচারণ করেন রিয়াজ শহীদ’র গর্বিত পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ আলী জিন্নাত, শহর জাসদ এর সভাপতি মোহাম্মদ হোসাইন মাসু, সম্বিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সংগঠক কবি মানিক বৈরাগী, রামু স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা খেলাঘর আসর সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সাংস্কৃতিক সংগঠক সুবিমল পাল পান্না, জেলা খেলাঘর সংগঠক এম. জসিম উদ্দিন, নাট্যজন বাবুল পাল, ডাঃ পুলিন দে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক সুরেশ বড়ুয়া বাঙ্গালী, শিক্ষক সুজন দাশ, শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াকুব, প্রয়াত রিয়াজ শহীদের ছোট ভাই জাহিদ মাহমুদ নয়ন। সাংবাদিক কল্লোল দে চৌধুরীর সঞ্চলনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুবজোট সভাপতি রমজান আলী সিকদার, হেমন্তিকার সংগঠক নূর মোহাম্মদ, আব্দুল নবী, যুব ইউনিয়ন সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক মনির মোবারক, পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রী মার্টিন পারমিতা, ছাত্রনেতা আজিজ রিপন, কক্সবাজার গণ সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক কালাম আজাদ, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি ছাত্রনেতা অন্তিক চক্রবর্তী, গণ মাধ্যম কর্মী এম.আর.আই সোহেল, পরিবেশ আন্দোলন (বাপা)’র দোলন ধর।