প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৭
স্বর্গীয় শ্রীরাম চন্দ্র সরকার এর তৃতীয় মৃত্যুবার্ষিকী ৯ সেপ্টেম্বর
![স্বর্গীয় শ্রীরাম চন্দ্র সরকার এর তৃতীয় মৃত্যুবার্ষিকী ৯ সেপ্টেম্বর](/assets/news_photos/2021/09/02/image-4894-1630587595bdjournal.jpg)
০৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন ১৬নং সুলতানাবাদ ইউনিয়নস্থিত কোয়রকান্দি বায়ান বাড়ীতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য ও কুমিল্লা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার এর একমাত্র মামা স্বর্গীয় শ্রীরাম চন্দ্র সরকার তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে গীতা-গ্রন্থ পাঠ ও কীর্তন শেষে আগত ভক্ত শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
|আরো খবর
উল্লেখ্য যে, শ্রীরাম চন্দ্র সরকার ২০১৮ সালের ১৫ আগস্ট কুমিল্লা থেকে পাপিয়া বাস যোগে বাড়ীতে যাওয়ার পথে চান্দিনা হাড়িখোলা নামক স্থানে রাস্তা ক্রসিংয়ের সময় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ০৯ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
এদিকে, শোকাহত পরিবার এর পক্ষে এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- দেখতে দেখতে তিনটি বৎসর হয়ে গেল আমাদের আপনজন স্বর্গীয় শ্রীরাম চন্দ্র সরকার ইহজগৎ এর মায়ামমতা ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গেলেন পরলোকে। মনে হয় আজও তিনি হাসিমুখে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রতিনিয়তই আমরা তাঁর অভাবও অনুভব করছি। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তাঁর কীর্তিগাঁথা কর্মময় জীবন। আমরাও আশাকরি, ওপার থেকে তিনি আশীর্বাদ করবেন যেন তাঁর দেওয়া দায়িত্ব ও সুনাম আমরা ধরে রাখতে পারি। আমরা ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।