প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১৮:৫৩
বজ্রপাতে খেলার মাঠে ৪ শিশু নিহত
খেলার মাঠে মনের আনন্দে খেলা করছে বেশ কয়েক শিশু। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ৪ শিশু মারা যায়। একই ঘটনায় মারাত্বত দগ্ধ হয়ে হাতপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো ২ শিশু। সোমবার বিকেল ৩ টার দিকে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে দিনাজপুর শহরের উপশহর ৮ নং ব্লকের রেলঘুণ্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে মাঠে।
|আরো খবর
নিহতরা হলো আপন (১২), মিম (১২), হাসান (১৩), সাজ্জাদ (১৪)। এ সময় তারা কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল ও কেউ খেলা দেখছিল। ২ শিশু দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বজ্রপাতে ৪ শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এ ঘটনায় আহত হয়ে আরো ২ শিশু চিকিৎসাধীন।