প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪৯
অসুস্থ টেলু হোসেন বেপারীর শয্যাপাশে পৌর স্বেচ্ছাসেবক দল

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্য মো. টেলু হোসেন বেপারীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। সোমবার (৩ নভেম্বর ২০২৫) রাতে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার শয্যাপাশে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিব দাসসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অসুস্থ টেলু হোসেন বেপারীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু বলেন, টেলু আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। দলের প্রতি তার আন্তরিকতা ও ত্যাগ প্রশংসনীয়। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা তার পরিবারের পাশে রয়েছি। উল্লেখ্য, মো. টেলু হোসেন বেপারী কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।







