সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২০:৪৩

চাঁদপুরে আসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুরে আসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চাঁদপুরে পৌঁছাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। এজন্যে চাঁদপুর স্টেডিয়ামে হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে।

লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, সিও ২১ বীর ব্যাটালিয়ান, চাঁদপুর সেনাপ্রধানের সংক্ষিপ্ত সফরসূচি সম্পর্কে নিশ্চিত করেছেন।

জানা যায়, আকাশপথে এসে চাঁদপুর স্টেডিয়ামে নেমে সেনাপ্রধান চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় অবস্থিত সদর আর্মি ক্যাম্পে অবস্থানরত ২১ বীর ব্যাটালিয়ন পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় চাঁদপুর বড় স্টেশন হয়ে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন।

চাঁদপুরের জেলা প্রশাসক বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চাঁদপুরে আসবেন—এ তথ্য জানতে পেরেছি।

সেনাপ্রধানের চাঁদপুর আগমনকে কেন্দ্র করে চাঁদপুরে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। সাধারণ্যে তাঁর আগমনের আলোচনা বেশ গুরুত্ব পাচ্ছে এবং ঔৎসুক্য তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়