প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯
মনোনয়ন ফরম সংগ্রহ করলেন খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ির প্রার্থী তোফায়েল আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ির সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমদ জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৫) দুপুরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচনী বিধি-বিধান অনুসরণ করে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন খেলাফত মজলিসের জেলা সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সিদ্দিকী, জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, শহর শাখার সভাপতি সুলতান আহমেদ, যুব মজলিসের জেলা সেক্রেটারি আবু বকর খান প্রমুখ।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে খেলাফত মজলিস এ নির্বাচনে অংশগ্রহণ করছে।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রার্থী তোফায়েল আহমদ বলেন, আমি ক্ষমতার জন্যে নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। চাঁদপুরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের সংগ্রামে এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকার রক্ষায় তিনি আপসহীন ভূমিকা পালন করবেন।
এদিকে খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই নিয়ম মেনে নির্বাচনী গণসংযোগ, পথসভা ও মতবিনিময় কর্মসূচির মাধ্যমে জনগণের দ্বারে দ্বারে দলের নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে।








