প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৯:২২
মনোনয়ন পেয়ে বিশাল শোভাযাত্রা নিয়ে ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদ
জনগণের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে, আমি ভেসে আসিনি

দলীয় মনোনয়ন পাওয়ার পর চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জের নেতা-কর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হলেন।
|আরো খবর
এ সময়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফরিদগঞ্জের জনগণের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। এছাড়া নেতা-কর্মীরা এতোদিন যেভাবে গুম, খুন, মামলা, হামলা সহ্য করে দলের প্রতি আস্থা রেখেছেন, তার প্রতিদান পেয়েছেন। আস্থার এই প্রতিদান জনরায়ে প্রতিফলিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের বিজয় অর্জনের মাধ্যমে। ফরিদগঞ্জে মনোনয়ন বঞ্চিতদের অবরোধ বিষয়ে তিনি বলেন, দলের সকলের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। দল যাকে মনোনয়ন দিয়েছে , দলের স্বার্থে মেনে নেয়াটাই উচিত। আশা করবো সকলের বোধোদয় হবে। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। আরেকটি কথা মনে রাখবেন, জনগণের প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে, আমি ভেসে আসিনি। আমি ফরিদগঞ্জে রোহিঙ্গা হয়ে আসিনি। এ উপজেলায় আমার জন্ম, এখানে বেড়ে ওঠা। অতএব আমি সবকিছুই জানি। কে কী বললো, তা নিয়ে কিছু আসে যায় না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, পৌর বিএনপি নেতা বিল্লাল কোম্পানি, মোখলেছুর রহমান ভুট্টো, এমএম টুটুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজী, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, মনির মাস্টার, হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিন আহমেদ ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ আলম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, ইয়াসিন আখন সুজনসহ উপজেলা, পৌর, প্রতিটি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতা-কর্মীরা।








